প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)

Questions: 75
Given Test: 12
Views: 1345
Comments: 12

Note: সংখ্যাটি ক হলে: ৭৪২ + ক = ৮৩০ - ক, ২ক = ৮৮, ক = ৪৪, সংখ্যাটি = ৭৪২ + ৪৪ = ৭৮৬

Note: সমান্তর ধারার সূত্র: n(n+1)/2 = ১০০(১০০+১)/২ = ৫০৫০

Note: যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন: গোলাপ, হাত, নাক

Note: আসাদের শার্ট কবিতার লেখক শামসুর রহমান

Note: বাগড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ: বাক্+আড়ম্বর

Note: গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের ভূমিকা লিখেন W. B. Yeats

Note: Hypothesis (একবচন), Hypotheses (বহুবচন)

Note: 'A Farewell to Arms' এর লেখক Ernest Hemingway

Note: সময়ের period (since) থাকায় Present Perfect Tense: He has not been here since Christmas

Note: Salt of life অর্থ জীবনর অত্যাবশ্যকীয় বা মূল্যবান বিষয়

Note: Synergy অর্থ সম্মিলিত শক্তি বা সমন্বয়, Alliance এর সমার্থক

Note: Ordinance অর্থ সরকার বা কর্তৃপক্ষ প্রণীত আইন বা বিধি

Note: মাথাব্যথার তীব্রতা বোঝাতে 'bad headache' ব্যবহৃত হয়

Note: Respond প্রধানত verb হিসেবে ব্যবহৃত হয়, অর্থ উত্তর দেওয়া

Note: In case ব্যবহৃত হয় পূর্বসতর্কতা বা সম্ভাব্য ঘটনার ক্ষেত্রে

Note: সঠিক বানান Perceive, অর্থ উপলব্ধি করা বা বুঝতে পারা

Note: Die from ব্যবহৃত হয় কারণ বা ফলাফল বোঝাতে

Note: সঠিক বানান Parliament, অর্থ সংসদ বা আইনসভা

Note: Cat's sleep অর্থ ঘুমের ভান করা

Note: Brochure অর্থ প্রচারপত্র বা পুস্তিকা, Pamphlet এর সমার্থক

Note: Duck (স্ত্রী) এর পুরুষ লিঙ্গ Drake

Note: The French দ্বারা ফরাসি জাতি বা মানুষ বোঝায়

Note: Kindness একটি Abstract Noun, কারণ এটি গুণ বা ধারণা বোঝায়

Note: এটি Complex Sentence, কারণ এতে একটি Principal clause এবং একটি Subordinate clause আছে

Note: Time is up অর্থ সময় শেষ বা সময় ফুরিয়ে গেছে

Note: সঠিক বাক্য: A drowning man catches at a straw - এটি একটি প্রবাদ

Note: NCTB = National Curriculum and Textbook Board

Note: কাকনিদ্রা অর্থ অগভীর সতর্ক ঘুম

Note: গোধূলী অর্থ সন্ধ্যাবেলা বা সূর্যাস্তের সময়

Note: কারাগারের রোজনামচা এর গ্রন্থস্বত্ব বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের

Note: অর্বাচীন অর্থ নবীন বা নতুন, এর বিপরীত প্রাচীন

Note: 'জেলে' কর্তৃ কারক এবং প্রথমা বিভক্তি (শূন্য বিভক্তি)

Note: নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা শওকত ওসমান

Note: রবীন্দ্রনাথ ঠাকুর 'বসন্ত' নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন

Note: নন্দিনী অর্থ কন্যা, তনয়া এর প্রতিশব্দ

Note: বাগাড়ম্বর = বাক্ + আড়ম্বর

Note: সঠিক বানান 'নিশীথিনী', অর্থ রাত্রি বা রজনী

Note: বেসাতি অর্থ কেনাবেচা বা ব্যবসা

Note: 'সব কটা জানালা খুলে দাও না' গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু

Note: চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত

Note: শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান

Note: ব্যাখ্যা : • ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে, উপমিত কর্মধারয় সমাস: - যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। - এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়। - 'চাঁদের মতো মুখ' = চাঁদমুখ। • অভিগম্য অভিধান অনুসারে, চাঁদমুখ= চাঁদের ন্যায় সুন্দর মুখ বা মুখবিশিষ্ট; চাঁদবদন। • সংসদ বাংলা অভিধান অনুসারে, চাঁদমুখ= চাঁদের মতো মুখবিশিষ্ট। • বাংলা ভাষার ব্যাকরণ- জ্যোতিভূ ষণ চাকী অনুসারে, রূপক কর্মধারয় সমাস: - উপমান ও উপমেয়কে অভেদ কল্পনা করে যে সমাস তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন, - চাঁদ রূপ মুখ= চাঁদমুখ। - কাজলের ন্যায় কালো = কাজলকালো, - বিষাদ রূপ সিন্ধু = বিষাদ-সিন্ধু, - মন রূপ মাঝি = মনমাঝি, এগুলো রূপক কর্মধারয় সমাস। তাই, অধিক যুক্তিযুক্ত উত্তর হিসেবে 'চাঁদমুখ' এর ব্যাসবাক্য 'চাঁদ রূপ মুখ' নেওয়া হয়েছে।

Note: শব্দের ক্ষুদ্রতম অংশ ধ্বনি

Note: ফুসফুস, স্বরযন্ত্র, দাঁত সবই বাগযন্ত্রের অংশ

Note: মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ

Note: কারক নির্ধারণে বিভক্তির প্রয়োজন হয়

Note: 'বন্দী শিবির থেকে' শামসুর রাহমানের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ

Note: মীর মশাররফ হোসেনের জন্মস্থান কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায়

Note: ০.১ এর বর্গমূল ≈ ০.৩১৬

Note: ব্যাখ্যা : √২৮৯ = ১৭ ১৭ এর বর্গমূল = √১৭ - অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। - পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। - √২৮৯ এর বর্গমূল হল অমূলদ

Note: এখানে ২টি ধারা বিদ্যমান। ১ম ধারা: ৪, ৯, ১৪, ১৯... [৫ করে বাড়ছে]। ২য় ধারা: ৬, ৬, ৬... [অপরিবর্তনশীল]। তাই পরবর্তী সংখ্যা ১৯।

Note: আসল P = ৩,০০,০০০ টাকা, সময় n = ৭ বছর, সুদ I = ৩,০০,০০০ × (৫/৪ - ১) = ৩,০০,০০০ × ১/৪ = ৭৫,০০০ টাকা। I = Pnr/১০০ ⇒ ৭৫,০০০ = ৩,০০,০০০ × ৭ × r/১০০ ⇒ r = (৭৫,০০০ × ১০০)/(৩,০০,০০০ × ৭) = (৭৫)/(২১) = ২৫/৭ = ৩(৪/৭)%। তবে প্রশ্নে সময় ১৫/২ বছর দেওয়া আছে, তাহলে: I = ৩,০০,০০০ × ৫/৪ = ৩,৭৫,০০০ টাকা, আসল সুদ = ৩,৭৫,০০০ - ৩,০০,০০০ = ৭৫,০০০ টাকা। I = Pnr/১০০ ⇒ ৭৫,০০০ = ৩,০০,০০০ × (১৫/২) × r/১০০ ⇒ r = (৭৫,০০০ × ২ × ১০০)/(৩,০০,০০০ × ১৫) = ৫০/৩ = ১৬(২/৩)%।

Note: ১ থেকে ৪৪০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ৪৪০টি। পূর্ণ বর্গসংখ্যা: ১²=১, ২²=৪, ৩²=৯, ৪²=১৬, ৫²=২৫, ৬²=৩৬, ৭²=৪৯, ৮²=৬৪, ৯²=৮১, ১০²=১০০, ১১²=১২১, ১২²=১৪৪, ১৩²=১৬৯, ১৪²=১৯৬, ১৫²=২২৫, ১৬²=২৫৬, ১৭²=২৮৯, ১৮²=৩২৪, ১৯²=৩৬১, ২০²=৪০০, ২১²=৪৪১ (৪৪০ এর বেশি)। মোট বর্গসংখ্যা = ২০টি। সম্ভাবনা = ২০/৪৪০ = ১/২২।

Note: ধরি সংখ্যাটি = x। x × (২/৭) = ৬৪ ⇒ x = ৬৪ × ৭/২ = ৩২ × ৭ = ২২৪।

Note: ০.৪ × ০.০২ = ০.০০৮, ০.০০৮ × ০.০৮ = ০.০০০৬৪। অথবা, ৪/১০ × ২/১০০ × ৮/১০০ = ৬৪/১০০০০০ = ০.০০০৬৪।

Note: ধারা: ৮১ ÷ ৩ = ২৭, ২৭ ÷ ৩ = ৯, ৯ ÷ ৩ = ৩, ৩ ÷ ৩ = ১। তাই লুপ্ত সংখ্যা ৯।

Note: চক্রবৃদ্ধি মূলধন C = P(১ + r)ⁿ = ২০০০(১ + ১০/১০০)² = ২০০০(১ + ০.১)² = ২০০০(১.১)² = ২০০০ × ১.২১ = ২৪২০ টাকা।

Note: প্রতি মিনিটে ১২ বার ঘুরে ⇒ ৬০ সেকেন্ডে ১২ বার ⇒ ১ সেকেন্ডে ১২/৬০ = ১/৫ বার ⇒ ৫ সেকেন্ডে (১/৫) × ৫ = ১ বার। ১ বার ঘুরলে ৩৬০° ঘোরে।

Note: ধরি আসল = ১০০ টাকা, সুদে-আসলে দ্বিগুণ = ২০০ টাকা, সুদ = ১০০ টাকা। সময় = (সুদ × ১০০)/(আসল × হার) = (১০০ × ১০০)/(১০০ × ৫) = ১০০/৫ = ২০ বছর।

Note: ১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় = (n + ১)/২ = (১১ + ১)/২ = ১২/২ = ৬। অথবা, সমষ্টি = n(n + ১)/২ = ১১ × ১২/২ = ৬৬, গড় = ৬৬/১১ = ৬।

Note: ১ ÷ ২ = ০.৫ = ০.৫০ = ০.৫০০ = ১/২। সবগুলো একই মান প্রকাশ করে।

Note: আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা = ২.৫ × ২ × ১০০ = ৫ × ১০০ = ৫০০ ঘনমিটার।

Note: ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°। সমকোণ = ৯০°। বাকি দুই কোণের সমষ্টি = ১৮০° - ৯০° = ৯০°। দুই কোণের সমষ্টি ৯০° হলে তারা পরস্পর সম্পূরক কোণ।

Note: √০.০০০১ = √(১/১০০০০) = ১/১০০ = ০.০১। অথবা, ০.০১ × ০.০১ = ০.০০০১।

Note: ১ মিলিয়ন = ১০ লক্ষ, ১ কোটি = ১০০ লক্ষ = ১০ × ১০ লক্ষ = ১০ মিলিয়ন, ১০ কোটি = ১০ × ১০ মিলিয়ন = ১০০ মিলিয়ন।

Note: (2 + x) + 3 = 3(x + 2) ⇒ x + 5 = 3x + 6 ⇒ x - 3x = 6 - 5 ⇒ -2x = 1 ⇒ x = -1/2।

Note: বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব পদক ২০২৩ প্রাপ্তরা: জাতীয় নারী ফুটবল দল, অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর), নাসিমা জামান ববি, অনিমা মুক্তি গোমেজ, ডা. সেঁজুতি সাহা (মলিকুলার বায়োলজিস্ট)।

Note: ব্যাখ্যা : • জনশুমারি ও গৃহগণনা ২০২২: - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে। - ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২। - এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি। - চু ড়ান্ত প্রতিবেদন প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৩। - গণনা পদ্ধতি: Modified Defacto। - মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন। - জনসংখ্যা বৃদ্ধির হার: ১.২২%। - জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন। - সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৬৬%। - পুরুষ: ৭৬.৫৬%। - নারী: ৭২.৮২%।

Note: বাংলাদেশ সংবিধানের ৪০ নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা উল্লেখ আছে। অনুচ্ছেদ ৩৮: সংগঠনের স্বাধীনতা, অনুচ্ছেদ ৪১: ধর্মীয় স্বাধীনতা, অনুচ্ছেদ ৪২: সম্পত্তির অধিকার।

Note: বাংলাদেশের সাথে ভারতের ৫টি রাজ্যের স্থল সীমান্ত আছে: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই।

Note: ব্যাখ্যা : প্রাথমিক শিক্ষাক্রম ২০২১ এর মূলনীতি: - প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমের মধ্যে সামঞ্জস্য বিধান করার জন্য মাধ্যমিক স্তরেও যোগ্যতাভিত্তিক (Competency Based) শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের শিক্ষাক্রমও এক্ষেত্রে বিবেচনায় নেওয়া প্রয়োজন। - শিক্ষাক্রম পরিমার্জ ন/ নবায়ন করে মনোপেশিজ ও আবেগিক ক্ষেত্রে অধিক যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম গুরুত্ব প্রদান করা প্রয়োজন। • শিক্ষাক্রমের মূলনীতি উন্নয়ন ও বাস্তবায়নের দিক নির্দেশনা হিসেবে কাজ করবে, সে বৈশিষ্ট্যগুলো হলো: - যোগ্যতাভিত্তিক - প্রাসঙ্গিক ও নমনীয়, - মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ, - বৈষম্যহীন, - বহুমাত্রিক, - জীবন ও জীবিকা-সংশ্লিষ্ট,অংশগ্রহণমূলক, - শিক্ষার্থীকেন্দ্রিক ও আনন্দময় ইত্যাদি। [উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, প্রাথমিক স্তরে পরিমার্জি ত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য যোগ্যতাভিত্তিক (Competency Based) শিক্ষাক্রম]

Note: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে আলজেরিয়া। ১৫ নভেম্বর ১৯৮৮ সালে ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করার পর আলজেরিয়া প্রথম দেশ হিসেবে এই স্বাধীন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এরপর ধীরে ধীরে অন্যান্য দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে থাকে। বর্তমানে ১৩৯টি জাতিসংঘ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করেছে।

Note: স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলতে সাধারণত নরওয়ে, সুইডেন ও ডেনমার্ককে বোঝায়। তবে ভৌগোলিক ও সাংস্কৃতিক দিক থেকে ফিনল্যান্ডকেও অনেক সময় স্ক্যান্ডিনেভিয়ান দেশ হিসেবে গণ্য করা হয়। ফিনল্যান্ড নর্ডিক অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এর সংস্কৃতি, ইতিহাস ও ভৌগোলিক অবস্থান স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ইংল্যান্ড, পোল্যান্ড ও নেদারল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত নয়।

Note: ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ (MOSSAD)। এর পূর্ণ নাম হলো 'হামোসাদ লেমোদিইন উলেতাফকিদিম মেয়ুখাদিম' যা হিব্রু ভাষায় 'তথ্য সংগ্রহ ও বিশেষ দায়িত্ব প্রতিষ্ঠান' বোঝায়। মোসাদ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর এবং এটি বিশ্বের সবচেয়ে দক্ষ ও শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। আইএসআই পাকিস্তানের, র ভারতের এবং কেজিবি ছিল সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা।

Note: টাচ স্ক্রিন একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। এটি ব্যবহারকারীর স্পর্শ (টাচ) ইনপুট হিসেবে গ্রহণ করে এবং একই সাথে তথ্য প্রদর্শনের জন্য আউটপুট হিসেবে কাজ করে। প্রিন্টার শুধুমাত্র আউটপুট ডিভাইস, মাউস ও মাইক্রোফোন শুধুমাত্র ইনপুট ডিভাইস। টাচ স্ক্রিনের এই দ্বৈত বৈশিষ্ট্যের কারণে এটি স্মার্টফোন, ট্যাবলেট, এটিএম মেশিন, কিয়স্ক এবং বিভিন্ন ইন্টারেক্টিভ ডিসপ্লেতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

Comment